শনিবার ● ২০ মে ২০২৩

লাউয়াছড়ায় ঝড়ে ভেঙ্গে পড়া গাছে ধাক্কায় লাইনচ্যুত হয়ে সারাদেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

প্রথম পাতা » অনিয়ম-দুর্নীতি » লাউয়াছড়ায় ঝড়ে ভেঙ্গে পড়া গাছে ধাক্কায় লাইনচ্যুত হয়ে সারাদেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ
শনিবার ● ২০ মে ২০২৩


মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরের  রেললাইন দিয়ে ট্রেন যাওয়ার সময় দুর্ঘটনা কবলিত হয়ে পড়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট গামী উদয়ন এক্সপ্রেস ট্রেন। হঠাৎ করে ট্রেন থেকে মাত্রে ২০ গজ সামনে একটি বড় গাছ ভেঙে পড়ে। ইমার্জেন্সি ব্রেক চাপেন চালক। তার পরেও ট্রেনটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়।  মৌলভীবাজারের শ্রীমঙ্গল-ভানুগাছ সেকশনের লাউয়াছড়া জাতীয় উদ্যানে দুর্ঘটনা কবলিত ট্রেনের চালক আবুল কাশেম  জানিয়েছেন ।

লাউয়াছড়ার ভেতরে ট্রেন খুবই ধীরে চলছিল। এ জন্য বড় দুর্ঘটনা থেকে বাঁচা গেছে। চালক ইমার্জেন্সি ব্রেক চাপায় ট্রেনের যাত্রীরা রক্ষা পেয়েছেন। ট্রেনটি ধীরে ধীরে উল্টে যায়। সে কারণে যাত্রীরা দ্রুত বের হয়ে আসতে পারেন।  আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ট্রেন উদ্ধার শুরু করেছেসারাদেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

শ্রীমঙ্গল রেলওয়ে থানার সহকারী পরিদর্শক সাব্বির বলেন, ফায়ার সার্ভিস, রেলপুলিশ ও জেলা পুলিশ—সবাই মিলে ট্রেনের যাত্রীদের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বের করে পাশের সড়কে নিয়ে অন্য গাড়িতে তুলে দেয়। সবার নিরাপদে বাড়ি যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাছ পড়ে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ আছে। ঢাকাগামী আন্তনগর কালনি এক্সপ্রেস ট্রেনের এই স্টেশনের যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে।

এদিকে উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৩টি বগি উদ্ধার হতে আরও ২-৩ ঘণ্টা লাগবে। উদ্ধারকারী ইঞ্জিন চলে এসেছে। গাছগুলো কেটে সরানো হয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধার হতে হতে দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বেজে যেতে পারে।

বাংলাদেশ সময়: ১৪:০৭:৩৮ ● ২৩১ বার পঠিত