ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে ৫ ডাকাতসহ ৭ জন গ্রেফতার: অস্ত্র, গুলি, লুণ্ঠিত টাকা ও স্বর্ণালংকার উদ্ধার কমলগঞ্জে ধরা পড়েছে সোনালি রঙের কৈ মাছ বড়লেখায় ৫০ বোতল বিদেশি মদসহ আটক ১ কমলগঞ্জে ইয়াবাসহ্নেএকজন আটক মৌলভীবাজারে জেলা স্বেচ্ছাসেবক লীগের ইসলাম চৌধুরী তুষার গ্রেফতার করেছে পুলিশ ফ্যাসিবাদী গোষ্ঠীর অপপ্রচার নিয়ে মৌলভীবাজার জেলা পুলিশের বিবৃতি রহস্য উদঘাটিত: মৌলভীবাজারে আইনজীবী সুজন হত্যা মামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার-৫ মৌলভীবাজারে আইজীবী খুনের ঘটনায় আসামীদের গ্রেফতারের দাবিতে আন্দোলন চলছে মৌলভীবাজারে আইনজীবী হত্যার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালিত মৌলভীবাজারে লুটপাট করে কেউ ছাড় পাবে না- পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন

সিলেটে ঝড়ে ভেঙে পড়েছে কদমতলী বাস টা‌র্মিনাল ভবনের কাচ

প্রথম পাতা » অনিয়ম-দুর্নীতি » সিলেটে ঝড়ে ভেঙে পড়েছে কদমতলী বাস টা‌র্মিনাল ভবনের কাচ
বুধবার ● ১৭ মে ২০২৩


সিলেটে ঝড়ে ভেঙে পড়েছে কদমতলী বাস টা‌র্মিনাল ভবনের কাচনব‌নি‌র্মিত সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল ভবনের কাচ ঝড়ে ভেঙে পড়েছে। মঙ্গলবার বিকেলে ঝড়বৃষ্টির সময় ভবনটির কাচ ভেঙে পড়ে।

সিলেট সি‌টি করপোরেশনের অধীনে বিশ্ব ব্যাংকের অর্থায়নে এ বাস টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। চল‌তি বছরের ১৫ ফেব্রুয়ারি এটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়।

গত ১ এপ্রিল ভবনের দেয়ালে ফাটল নজরে আসে। এরপর ওই দিনই সিলেট সি‌টি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সংবাদ সম্মেলন করে তদন্ত ক‌মি‌টি গঠনের ঘোষণা দেন। এর মধ্যেই ঝড়ে ভবনের কাচ ভেঙে পড়ার ঘটনা ঘটল।

স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন, ম্গলবার বিকেলে ঝড়বৃষ্টি শুরু হলে টার্মিনাল ভবনের কাচ ভেঙে নিচে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সিলেট সি‌টি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ভবনের দেয়ালের ফাটলের বিষয়‌টি তদন্ত করতে গিয়ে দেখা যায়, নকশায় ত্রু‌টি রয়েছে। বিষয়‌টি খ‌তিয়ে দেখা হচ্ছে। আজ ভবনের কাচ ভেঙে পড়ার বিষয়‌টি সি‌টি করপোরেশনের এক প্রকৌশলীকে খ‌তিয়ে দেখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

সিলেট সি‌টি করপোরেশন সূত্র জানায়, বিশ্বব্যাংকের অর্থায়নে মিউনিসিপ্যাল গভর্নমেন্ট সার্ভিস প্রজেক্টের (এমজিএসপি) আওতায় ২০১৮ সালে সর্বাধুনিক সুবিধাসংবলিত এ বাস টার্মিনালের নির্মাণকাজ শুরু করে সিটি করপোরেশন। ৮ একর জায়গায় প্রায় ৬৭ কোটি টাকা ব্যয়ে টা‌র্মিনাল ভবনটি নির্মাণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০:২৪:৩৭ ● ২৬২ বার পঠিত




আর্কাইভ