ফেঞ্চুগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

প্রথম পাতা » অনিয়ম-দুর্নীতি » ফেঞ্চুগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
বৃহস্পতিবার ● ১১ মে ২০২৩


ফেঞ্চুগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যুসিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (৫০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সিলেট রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা চট্টগ্রামী উদয়ন ট্রেনে কাটা পড়া অজ্ঞাত নারীর মরদেহ রেললাইনের অপর পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মরদেহের বিচ্ছিন্ন মাথা এখনো খুঁজে পাওয়া যায়নি। সেজন্য নিহত নারীর পরিচয় জানা যায়নি।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন বলেন, নিহতের পরিচয় এখনো শনাক্ত হয়নি। মরদেহ উদ্ধার করার জন্য পুলিশ পাঠিয়েছি। বিষয়টি সিলেট রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:৩৩ ● ২৬৩ বার পঠিত




আর্কাইভ