ব্রেকিং নিউজ
টেংরাবাজার টু শমসেরনগর সড়ক সংস্কারের ভিত্তিপ্রস্তর করলেন এমপি জিল্লুর রহমান রাজনগরে কৃষি উপকরণ বিতরণ করলেন এমপি জিল্লুর রহমান মৌলভীবাজার সদর উপজেলায় ৩ হাজার কৃষকের মধ্যে কৃষি উপকরণ বিতরন মৌলভীবাজারে আট হাজার নারী পুরুষ পেলেন এমপি জিল্লুর রহমানের ঈদ উপহার বেশি করে খাদ্য উৎপাদন করতে পারলে কারো কাছে মাথা নত করতে হবে না- কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রী, মন্ত্রী-এমপিরা যেসব সুবিধা থাকেন বা পান আমাকে তিরস্কারকারীদের ভালবাসা দিয়ে স্মার্ট মৌলভীবাজার বিনির্মাণ করবো-নৌকা মার্কার প্রার্থী জিল্লুর রহমান রাজনগর কলেজ পয়েন্টে নৌকা প্রতিকের প্রার্থীর পক্ষে বিশাল জনসভা মৌলভীবাজার-৩ আসনে নৌকার পক্ষে নির্বাচনী মাঠে নেই বর্তমান এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি জিল্লুর রহমানের নির্বনাচনী পথসভা ও উঠান বৈঠক কুসামবাগ অনুষ্ঠিত

আইপিএলে ১৩ বলে ফিফটির রেকর্ড

প্রথম পাতা » আন্তর্জাতিক » আইপিএলে ১৩ বলে ফিফটির রেকর্ড
বৃহস্পতিবার ● ১১ মে ২০২৩


আইপিএলে ১৩ বলে ফিফটির রেকর্ডভারতীয়  প্রিমিয়ার লিগে (আইপিএল) মাত্র ১৩ বলেই ফিফটির রেকর্ড গড়েছেন যাশাসবি জয়সওয়াল।

রাজস্থান রয়েলসের তরুণ এই তারকা ওপেনার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১৩ বলে ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ফিফটি পূর্ণ করেন।

এর আগে আইপিএলে ১৪ বলে যৌথভাবে ফিফটির রেকর্ড গড়েছিলেন লোকেশ রাহুল রাহুল ও প্যাট কামিন্স।

বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএল ১৬তম আসরের ৫৬তম ম্যাচে মুখোমুখি হয় কেকেআর বনাম রাজস্থান। এদিন টস জিতে স্বাগতিক কলকাতা নাইট রাইডার্সকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় রাজস্থান।

প্রথমে ব্যাটিংয়ে নেমে যুজবেন্দ্র চাহালের লেগ স্পিনে বিভ্রান্ত হয়ে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রানে ইনিংস গুটায় কেকেআর। দলের হয়ে ৪২ বলে সর্বোচ্চ ৫৭ রান করেন ভেঙ্কটিশ আইয়ার। এছাড়া ২২ রান করেন অধিনায়ক নীথিশ রানা। চাহাল ৪ ওভারে ২৫ রানে ৪ উইকেট শিকার করেন।

টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই মারকাটিং ক্রিকেট খেলেন রাজস্থান রয়েলসের ২১ বছর বয়সী তরুণ ওপেনার জসওয়াল। তিনি ১৩ বলে ফিফটির পূর্ণ করেন।

প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স বড় টার্গেট দিতে না পারায় এদিন সেঞ্চুরি কাছাকাছি গিয়ে ইনিংস থামান জসওয়াল। চলতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১২৪ রানের ইনিংস খেলেন জসওয়াল।

বৃহস্পতিবার ৪৭ বলে ১২টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৯৮ রানের অনবদ্য ইনিংস খেলেন জসওয়াল। ২৯ বলে ৪৮ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক সাঞ্জু স্যামসন। ৪১ বল হাতে রেখেই ৯ উইকেটের বড় জয় পায় রাজস্থান।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:৪২ ● ১৬৪ বার পঠিত




আর্কাইভ