ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে ৩৬ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই পন্য জব্দ, কাভার্ড ভ্যানসহ আটক ৩ মৌলভীবাজার বিপুল দেশি-বিদেশি জাল নোটসহ আটক ১ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুই হামলাকারী গ্রেফতার মৌলভীবাজারে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে কদরের মেয়ে কলেজছাত্রী মৌলভীবাজারে ৫ ডাকাতসহ ৭ জন গ্রেফতার: অস্ত্র, গুলি, লুণ্ঠিত টাকা ও স্বর্ণালংকার উদ্ধার কমলগঞ্জে ধরা পড়েছে সোনালি রঙের কৈ মাছ বড়লেখায় ৫০ বোতল বিদেশি মদসহ আটক ১ কমলগঞ্জে ইয়াবাসহ্নেএকজন আটক মৌলভীবাজারে জেলা স্বেচ্ছাসেবক লীগের ইসলাম চৌধুরী তুষার গ্রেফতার করেছে পুলিশ ফ্যাসিবাদী গোষ্ঠীর অপপ্রচার নিয়ে মৌলভীবাজার জেলা পুলিশের বিবৃতি

কমলগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে কিশোরকে গ্রেফতার

প্রথম পাতা » কমলগঞ্জ উপজেলা » কমলগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে কিশোরকে গ্রেফতার
সোমবার ● ৮ মে ২০২৩


কমলগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে কিশোরকে গ্রেফতারমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দিপু রেলী নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় শমশেরনগর চা বাগনের ৬ নম্বর টিলায় এই ঘটনা ঘটে। পরে স্থানীয় ইউপি সদস্য ইয়াকুব মিয়া দিপুকে থানায় সোপর্দ করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুর মা বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

স্থানীয়রা জানান, ৬ নম্বর টিলার সানমুন্না রেলীর ছেলে দিপু রেলী (১৭) তার ঘরে কাজের কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর শিশুটির কান্না শুনে আশপাশের লোকজন স্থানীয় ইউপি সদস্যকে খবর দেন। তিনি শিশুসহ দিপু রেলীকে থানায় নিয়ে যান।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘ভুক্তভোগী শিশুটির মায়ের দায়ের করা মামলায় দিপুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

বাংলাদেশ সময়: ০:৩২:৪০ ● ২৯৪ বার পঠিত




আর্কাইভ