ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে ৫ ডাকাতসহ ৭ জন গ্রেফতার: অস্ত্র, গুলি, লুণ্ঠিত টাকা ও স্বর্ণালংকার উদ্ধার কমলগঞ্জে ধরা পড়েছে সোনালি রঙের কৈ মাছ বড়লেখায় ৫০ বোতল বিদেশি মদসহ আটক ১ কমলগঞ্জে ইয়াবাসহ্নেএকজন আটক মৌলভীবাজারে জেলা স্বেচ্ছাসেবক লীগের ইসলাম চৌধুরী তুষার গ্রেফতার করেছে পুলিশ ফ্যাসিবাদী গোষ্ঠীর অপপ্রচার নিয়ে মৌলভীবাজার জেলা পুলিশের বিবৃতি রহস্য উদঘাটিত: মৌলভীবাজারে আইনজীবী সুজন হত্যা মামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার-৫ মৌলভীবাজারে আইজীবী খুনের ঘটনায় আসামীদের গ্রেফতারের দাবিতে আন্দোলন চলছে মৌলভীবাজারে আইনজীবী হত্যার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালিত মৌলভীবাজারে লুটপাট করে কেউ ছাড় পাবে না- পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন

গেলো রাতে চন্দ্রগ্রহণ হলো, দেখা গেছে বাংলাদেশেও

প্রথম পাতা » অনুসন্ধানী প্রতিবেদন » গেলো রাতে চন্দ্রগ্রহণ হলো, দেখা গেছে বাংলাদেশেও
শনিবার ● ৬ মে ২০২৩


গেলো রাতে চন্দ্রগ্রহণ হলো

বছরের প্রথম চন্দ্রগ্রহণ হয়ে গেলো গতকাল শুক্রবার রাতে। এই চন্দ্রগ্রহণ বাংলাদেশ থেকেও দেখা গেছে।

এর আগে বৃহস্প্রতিবার বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার দিবাগত রাতে চন্দ্র গ্রহণের কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ৯টা ১৪ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে। রাত ১১টা ২২ মিনিটে সর্বোচ্চ গ্রহণ ঘটবে। রাত ১টা ৩১ মিনিটে শেষ হবে। সে অনুযায়ি যথা সময়ে চন্দ্র গ্রহণ শুরু ও শেষ হয়।

এদিকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, চন্দ্রগ্রহণ অবলোকন উপলক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ভবনের ছাদে শক্তিশালী টেলিস্কোপ স্থাপন করা হয়। আবহাওয়া অনুকূল অর্থাৎ আকাশ পরিচ্ছন্ন থাকলে সাধারণ নাগরিক বা দর্শকরা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে এ চন্দ্রগ্রহণ দেখতে পারবে।

এ গ্রহণটি একটি উপচ্ছায়াজনিত গ্রহণ। পৃথিবীর প্রচ্ছায়াকে ঘিরে থাকা আবছা অন্ধকার অংশকে উপচ্ছায়া বলে, যা চাঁদের ওপর পড়লে গ্রহণকালে পূর্ণিমার চাঁদ কিছুটা অনুজ্জ্বল দেখা যাবে। তবে চাঁদের পূর্ণ বা আংশিক কোনোটিই পৃথিবী থেকে অদৃশ্য হবে না। পৃথিবীর অধিকাংশ জায়গা থেকে এ চন্দ্রগ্রহণ দেখা যাবে। যার মধ্যে রয়েছে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকা। শেষ পর্যন্ত মেঘলা আকাশ থাকায় দেশের অনেক জায়গায় চন্দ্র গ্রহণ দেখা যায়নি।

বাংলাদেশ সময়: ১:৩০:৫৯ ● ৩০১ বার পঠিত




আর্কাইভ