বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪
মৌলভীবাজারে প্রার্থীতা ফিরে পেলেন তাজ
প্রথম পাতা » অনিয়ম-দুর্নীতি » মৌলভীবাজারে প্রার্থীতা ফিরে পেলেন তাজমৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী মো. তাজুল ইসলাম তাজ এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার সকালে বিচারপতি মো. ইকবাল কবির ও মো. আখতারুজ্জামানের যৌথ বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। একইসঙ্গে দ্রুত প্রার্থিতা ফিরিয়ে দিয়ে নির্বাচন করার জন্য রুল জারি করা হয়েছে।
এরআগে গত ২৮ এপ্রিল মনোনয়নপত্র আপিল শুনানিতে বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও আপিল কর্তৃপক্ষ ড. উর্মি বিনতে সালাম।
চেয়ারম্যান পদে দুইজন প্রার্থীর মধ্যে তাজের মনোনয়নপত্র বাতিল হওয়ায় প্রতীক বরাদ্দ না দিয়ে একক প্রার্থী হিসাবে বর্তমান কামাল হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। তাজ মনোনয়ন ফিরে পাওয়ায় আগামী ২১ মে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনী মাঠে ভোটের লড়াইয়ে ২জন প্রার্থী আগামী ২১ মে ভোট গ্রহণ হবে ।
বাংলাদেশ সময়: ২৩:৫৫:০০ ● ৩৯৬ বার পঠিত