সোমবার ● ১ জানুয়ারী ২০২৪

রাজনগর কলেজ পয়েন্টে নৌকা প্রতিকের প্রার্থীর পক্ষে বিশাল জনসভা

প্রথম পাতা » অনিয়ম-দুর্নীতি » রাজনগর কলেজ পয়েন্টে নৌকা প্রতিকের প্রার্থীর পক্ষে বিশাল জনসভা
সোমবার ● ১ জানুয়ারী ২০২৪


রাজনগর কলেজ পয়েন্টে নৌকা প্রতিকের প্রার্থীর পক্ষে বিশাল জনসভা।। এম এ মোহিত।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও নৌকা প্রতিকের প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান এর সমর্থনে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে মৌলভীবাজারের রাজনগর কলেজ পয়েন্টে এই জনসভায় রাজনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে হাজারো নেতাকর্মী উপস্থিত হন। মিছিলে স্লোগানে খন্ড খন্ড মিছিল নিয়ে উপস্থিত হন তারা । জনসভায় আওয়ামী লীগ সহ অন্যন্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সরব উপস্থিতি ছিলো। নৌকার জয়লাভের লক্ষ্যে জনসভায় বক্তব্যের ফাঁকে ফাঁকে মূর্হমূর্হ স্লোগান দেন নেতাকর্মীরা। জনসভায় রাজনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান খানের সভাপতিত্বে, টেংরাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিপু খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, সাবেক এমপি সৈয়দা সায়রা মহসিন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুহিবুর রহমান তরফদার, সহ সভাপতি মসুদ আহমদ, কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ, সদ্য উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সুয়েব। এছাড়াও জেলা ও উপজেলার নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এই বিশাল নির্বাচনী জনসভা

বাংলাদেশ সময়: ১৯:৫৮:৫১ ● ২৩১ বার পঠিত