সোমবার ● ৪ ডিসেম্বর ২০২৩

মৌলভীবাজারে জিল্লুর রহমানের মনোনয়নপত্র বৈধ ও সিআইপি রহিমেরটি বাতিল

প্রথম পাতা » অনিয়ম-দুর্নীতি » মৌলভীবাজারে জিল্লুর রহমানের মনোনয়নপত্র বৈধ ও সিআইপি রহিমেরটি বাতিল
সোমবার ● ৪ ডিসেম্বর ২০২৩


মৌলভীবাজারে জিল্লুর রহমানের মনোনয়নপত্র বৈধ ও সিআইপি রহিমেরটি বাতিলমৌলভীবাজারে জিল্লুর রহমানের মনোনয়নপত্র বৈধ ও সিআইপি রহিমেরটি বাতিল

।। এম এ মোহিত।।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কালে সোমবার মৌলভীবাজার-৩ ও ৪ আসনে মনোনয়নপত্র সঠিক থাকায় মৌলভীবাজার-৩(সদর-রাজনগর) আসনের যেসব প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শিল্পপতি মোহাম্মদ জিল্লুর রহমান(নৌকা), মোঃ আলতাফুর রহমান জাতীয় পার্টি, রুহুল আমীন জাতীয় পাটি, তাপস কুমার ঘোষ বাংলােদশ ওয়ার্কাস পার্টি, মোঃ আবু বকর এনিপিপি ও মোঃ আব্দুল মুছাব্বির জাসদ ৬জনের মনোনয়নপত্র বৈধ। মনোনয়নপত্রে ত্রুটির ও তথ্যে ভুল থাকার কারণে মৌলভীবাজার-৩(সদর-রাজনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য আওয়ামীলীগ সহসভাপতি আওয়ামীলীগ বিদ্রেুাহী প্রার্থী মোহাম্মদ আব্দুর রহিম শহীদ সিআইপি, জাকের পার্টি মোহাম্মদ আব্দুল কাইয়ূম, ইসলামী ফ্রন্ট মো.আব্দর রউফ, সাংস্কৃতিক মুক্তিজোট মো. ফাহাদ আলম ও স্বতন্ত্র সাদিকুর রহমানসহ ৫জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে মো: আব্দুস শহীদ আওয়ামী লীগ(নৌকা),--- মো: নজরুল ইসলাম(স্বতন্ত্র), মোঃ আনোয়ার হাসাইন ইসলামী ঐকজোট, মোঃ ম̜াস্তান মিয়া জাতীয় পার্টি, আব্দুল মোহিত হাসানী বাংলাদেশ ইসলামী ঐক্য ফ্রন্টসহ ৫জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঋণ খেলাপীর কারণে জাকের পার্টির প্রার্থী মুহিবুর রহমান আজাদ এর মনোনয়নপত্র বাতিল ঘোষনা করা হয়। আজ সোমবার মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার উর্মি বিনতে সালাম যাচাই-বাছাই শেষে এ ঘোষনা করেন।

বাংলাদেশ সময়: ১৯:২০:৪০ ● ২৪৭ বার পঠিত