আওয়ামীলীগ জাসদ মিলে ১৫জন

প্রথম পাতা » অনিয়ম-দুর্নীতি » আওয়ামীলীগ জাসদ মিলে ১৫জন
বুধবার ● ২২ নভেম্বর ২০২৩


আওয়ামীলীগ জাসদ মিলে ১৫জন

মৌলভীবাজার-৩(সদর-রাজনগর)আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন যারা তাদের মধ্যে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ১জন, টেংরা ইউনিয়নের ২জন, রাজনগর সদর ইউনিয়নে ১জন (জাসদ), মুন্সিবাজার ইউনিয়নের ১জনসহ রাজনগর উপজেলায় মোট ৫জন। মৌলভীবাজার সদর উপজেলার মধ্যে একাটুনা ইউনিয়নের ১জন, চাঁদনীঘাট ইউনিয়নের ১জন, কামালপুর ইউনিয়নের ১জন (জাসদ), আপারকাগাবলা ইউনিয়নের ১জন, নাজিরাবাদ ইউনিয়নের ২জন, মৌলভীবাজার পৌরসভা এলাকার স্থায়ী বাসিন্দা ৩জন ও আমতৈল ইউনিয়নের ১জনসহ মোট ১৫ জন। এরমধ্যে ১৩জন আওয়ামীলীগের ও ২জন জাসদ (ইনু) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বাংলাদেশ সময়: ০:৫৫:৫৫ ● ৪০৫ বার পঠিত




আর্কাইভ