মৌলভীবাজারে অবরোধের পক্ষে-বিপক্ষে শান্তিপূর্ণ কর্মসুচি পালিত

প্রথম পাতা » অনিয়ম-দুর্নীতি » মৌলভীবাজারে অবরোধের পক্ষে-বিপক্ষে শান্তিপূর্ণ কর্মসুচি পালিত
মঙ্গলবার ● ৩১ অক্টোবর ২০২৩


মৌলভীবাজারে অবরোধের পক্ষে-বিপক্ষে শান্তিপূর্ণ কর্মসুচি পালিত
মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারে আলাদা ভাবে সড়ক অবরোধের পক্ষে প্রথম দিন বিএনপি দুটি গ্রুপ পৃথক স্থানে এবং অবরোধের বিপক্ষে আওয়ামী যুবলীগ কর্মসূচি পালন করছে। মৌলভীবাজার জেলা যুবলীগ সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমনের নেতৃত্বে শহরের শান্তি মিছিল দিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেয়দ সেলিম হকসহ যুবলীগের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের নেতৃত্বে বিভিন্ন গ্রুপ শহরের পাশর্^বর্তী সড়ক গুলোতে গাছের ডাল ফেলে ও স্বাগত কিশোর দাশ চৌধুরীর নেতৃত্বে স্বেচ্চাসেবক দলের নেতাকর্মীরা টায়ার জ¦ালিয়ে অবরোধ কর্মসূচির প্রথম দিন পালন করে। অন্যদিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কামালপুর নতুন ব্রিজ এলাকায় অবরোধের সমর্থনে প্রথমদিন পিকেটিং ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদল। মঙ্গলবার সকালে অবরোধ সমর্থনের মিছিলে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক জি এম এ মুক্তাদির রাজু, কৃষক দল মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক শামীম আহমদ, জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন, যুবদল মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এম এ মুহিত, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সদর উপজেলা যুবদলের আহবায়ক হাফেজ আহমদ মাহফুজ, সিনিয়র যুগ্ম আহবায়ক আমির মোহাম্মদ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাহান চৌধুরী, পৌর ছাত্রদলের আহবায়ক ইহাম মোজাহিদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মৌলভীবাজারে বিএনপি ও জামায়েতের ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচির প্রথমদিন  জেলা কোথাও  কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকালে মৌলভীবাজার শহর থেকে দুরপাল্লার বাস ছেড়ে না গেলেও লোকাল যান বাহন ও অভ্যন্তরীণ সড়ক গুলোতে ভারি ও হালকা যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলাবাহিনীর সতর্ক টহল ও শহর ও শহরতলির সড়কগুলোর বিভিন্ন মোড়ে মোড়ে সতর্ক অপস্থান দেখা গেছে। জেলা রাজনগর,কুলাউড়া, জুড়ী, বড়লেখা, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর উপজেলায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে অবরোধের পক্ষে-বিপক্ষে কর্মসূচি পালিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:১৯:২৫ ● ৩৬৫ বার পঠিত




আর্কাইভ