ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে ৫ ডাকাতসহ ৭ জন গ্রেফতার: অস্ত্র, গুলি, লুণ্ঠিত টাকা ও স্বর্ণালংকার উদ্ধার কমলগঞ্জে ধরা পড়েছে সোনালি রঙের কৈ মাছ বড়লেখায় ৫০ বোতল বিদেশি মদসহ আটক ১ কমলগঞ্জে ইয়াবাসহ্নেএকজন আটক মৌলভীবাজারে জেলা স্বেচ্ছাসেবক লীগের ইসলাম চৌধুরী তুষার গ্রেফতার করেছে পুলিশ ফ্যাসিবাদী গোষ্ঠীর অপপ্রচার নিয়ে মৌলভীবাজার জেলা পুলিশের বিবৃতি রহস্য উদঘাটিত: মৌলভীবাজারে আইনজীবী সুজন হত্যা মামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার-৫ মৌলভীবাজারে আইজীবী খুনের ঘটনায় আসামীদের গ্রেফতারের দাবিতে আন্দোলন চলছে মৌলভীবাজারে আইনজীবী হত্যার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালিত মৌলভীবাজারে লুটপাট করে কেউ ছাড় পাবে না- পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন

রোমানিয়া সীমান্তে ট্রাক থেকে বাংলাদেশিসহ ৪৭ জন উদ্ধার

প্রথম পাতা » আন্তর্জাতিক » রোমানিয়া সীমান্তে ট্রাক থেকে বাংলাদেশিসহ ৪৭ জন উদ্ধার
বৃহস্পতিবার ● ৪ মে ২০২৩


রোমানিয়া সীমান্তে ট্রাক থেকে বাংলাদেশিসহ ৪৭ জন উদ্ধার

ইউরোপের দেশ রোমানিয়ার পশ্চিম সীমান্তে দুটি ট্রাক থেকে ৪৭ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে, যাঁদের অধিকাংশই বাংলাদেশি। উদ্ধার হওয়াদের মধ্যে কয়েকজন পাকিস্তানিও রয়েছেন। তাঁরা ‘অবৈধভাবে’ রোমানিয়ায় প্রবেশ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই ট্রাকচালককে আটক করেছে সীমান্ত পুলিশ। তাঁদের একজন তুরস্ক ও অন্যজন বেলারুশের নাগরিক।

বুধবার রোমানিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা অ্যাগের প্রেস এসব তথ্য জানায়। এতে বলা হয়, পশ্চিমাঞ্চলীয় নাদলাক-২ সীমান্ত ক্রসিং পার হয়ে রোমানিয়ায় প্রবেশের সময় তুর্কি চালকের ট্রাকটি তল্লাশি করা হয়। সীমান্ত পুলিশ জানায়, ট্রাকটিতে খাদ্যশস্যের প্লাস্টিকের ব্যাগের আড়ালে লুকিয়ে ছিলেন ২৪ বিদেশি নাগরিক। লুকিয়ে থাকা এ অভিবাসনপ্রত্যাশীরা বাংলাদেশ ও পাকিস্তানের বাসিন্দা। তাঁদের বয়স ২০ থেকে ৪৯ বছরের মধ্যে। ব্যক্তিগত নথির ভিত্তিতে তাঁরা রোমানিয়ায় অবৈধভাবে প্রবেশ করেছেন।

 

মিনারেল ওয়াটার বহনকারী আরেকটি ট্রাকে পাওয়া যায় আরও ২৩ অভিবাসনপ্রত্যাশীকে। এটি চালাচ্ছিলেন বেলারুশের নাগরিক। ওই ট্রাকের ভেতরে একটি ভুয়া দেয়ালের আড়ালে লুকিয়ে থাকা সবাই ছিলেন বাংলাদেশের নাগরিক। তাঁদের বয়স ২০ থেকে ৪৬ বছরের মধ্যে।

 

এ দুই ঘটনায় চালকদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে রোমানিয়ার পুলিশ। তাঁদের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৫৮:২৭ ● ২৫৬ বার পঠিত




আর্কাইভ