ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে দুগ্ধ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি জিল্লুর রহমান এমপি কমলগঞ্জে ধলাই নদীর বাঁধ ভেঙ্গে এক লাখ লোক পানি বন্দি মৌলভীবাজারের পানিবন্দি মানুষের পাশে এমপি জিল্লুর রহমান রাজনগরে “সিসিমপুর মেলার উদ্বোধন মৌলভীবাজারে প্রার্থীতা ফিরে পেলেন তাজ টেংরাবাজার টু শমসেরনগর সড়ক সংস্কারের ভিত্তিপ্রস্তর করলেন এমপি জিল্লুর রহমান রাজনগরে কৃষি উপকরণ বিতরণ করলেন এমপি জিল্লুর রহমান মৌলভীবাজার সদর উপজেলায় ৩ হাজার কৃষকের মধ্যে কৃষি উপকরণ বিতরন মৌলভীবাজারে আট হাজার নারী পুরুষ পেলেন এমপি জিল্লুর রহমানের ঈদ উপহার বেশি করে খাদ্য উৎপাদন করতে পারলে কারো কাছে মাথা নত করতে হবে না- কৃষিমন্ত্রী

১ নং খতিয়ানের জমি জবরদখল

প্রথম পাতা » অনিয়ম-দুর্নীতি » ১ নং খতিয়ানের জমি জবরদখল
শনিবার ● ১৫ জুলাই ২০২৩


 ১ নং খতিয়ানের জমি জবরদখলজেলার কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার তহশিল অফিসের অর্ন্তগত কালেঙ্গা বাজারের নিকটে বাংলাদেশ সরকারের মালিকানাধীন কয়েক কোটি টাকা মূল্যের পাহাড়ি টিলা পতিত শ্রেণীর ১ নং খতিয়ানের জমি জবরদখল করে পাহাড় টিলা কেটে পর্যাক্রমে বসতি স্থাপন করিয়াছে। নিজের নামে জাল দলিল ও ভূয়া কাগজপত্র দেখিয়ে বসবাসরত ভূমিহীনদের বসত ভিটা আত্মসাৎ করেছে। এমন অভিযোগের সত্যতা ও তথ্য প্রমাণ পাওয়ার পর নামজারি জমাখারিজ মামলা নং-৭২৯/১৩-১৪ এর আদেশ বলে ০১ নং খতিয়ান হতে আগত ক্রমে সৃজনকৃত ১৭৩ নং-খতিয়ান বাতিল করে দেন সহকারি কমিশনার(ভূমি) কমলগঞ্জ মৌলভীবাজার। তৎপরিপ্রেক্ষিতে ভূমি খেকো আতাউর রহমান চৌধুরী পিতা: মৃত আব্দুল মজিদ চৌধুরী সাং কালেঙ্গা,পো: সাবেক মুন্সিবাজার বর্তমান চৈত্রঘাট,থানা/উপজেলা:কমরগঞ্জ, জেলা: মৌলভীবাজার। নামজারি বাতিলের বিরুদ্ধে গোপনে প্রথমে মাননীয় যুগ্ম জেলা জজ ২য় আদালত মৌলভীবাজার এ মোকদ্দমা নং-স্বত্ব ১১৪/২০১৭ইং এবং পরবর্তীতে মাননীয় সহকারি জজ আদালত কমলগঞ্জ আদালত এ স্বত্ব ২০৪/২০২১ ইং নং মোকদ্দমা দায়ের করেন।  দুইটি মামলায় বিবাদী করা হয় যথাক্রমে জনৈক অশোকেন্দু প্রসাদ রায় চৌধুরী,সহকারি কমিশনার(ভূমি) কমলগঞ্জ, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মৌলভীবাজার ও বাংলাদেশ সরকারের পক্ষে জেরা প্রশাসক মৌলভীবাজারকে। কিন্তু বিচারিক আদালত থেকে ইস্যূকৃত সমন/নোটিশ সুকৌশলে গায়েব করে আতাউর সরকারের পক্ষে কাউকে মামলায় অংশ গ্রহণ করার সুযোগ না দিয়ে আদালত থেকে এক তরফা রায় নিয়ে গেছে। ১৪/০৮/২০২২ইং তারিখে স্বত্ব মামলা ২০৪/২০২২ এর এবং গত ০৯/০৫/২৩ইং তারিখে আদেশ নং- ২৪ এ  ছানী-০৮/২০২২ এর  আদেশ হয়।

তপশীল: জেলা:মৌলভীবাজার,থানা/উপজেলা:কমলগঞ্জ,মৌজা: দেওরাছড়া টি ষ্টেইট, জেএল নং-২, পরগনা ছয়সিরি পাট্টা নং-৯৫৫/১,এস ,এ ডিপি খতিয়ান নং-২৯/১, এস,এ ফাইন্যাল খতিয়ান নং ১, নামজারী খতিয়ান নং ১৭৩, এস, এ দাগ নং ২০১ দাগে আরএস চুড়ান্ত খতিয়ান নং-৯৯,আরএস দাগ নং-৫০১ টিলা পতিত ও বাড়ি রকম ৪.০০ একর।

বাংলাদেশ সময়: ১৬:২০:২৭ ● ৩৬৬ বার পঠিত




আর্কাইভ