ব্রেকিং নিউজ
সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা এডভোকেট এবাদুর রহমান চৌধুরীর ইন্তেকাল মৌলভীবাজার জেলা যুবলীগের কমিটি অনুমোদন: সভাপতি সুমন সম্পাদক সেলিম সাবেক চেয়ারম্যান ও অধ্যক্ষ এডভোকেট ফনিন্দ্র ভট্টাচার্য্য কানাডায় মারা গেছেন মৌলভীবাজারের একটি গ্রামীন সড়কের বেহাল দশা এলাকাবাসীর দুর্ভোগ চরমে জিয়া পরিবার মানেই খুনি পরিবার: শেখ হাসিনা শেখ হাসিনা দুর্বল হলে ক্ষতি সবার, ওয়াশিংটনকে দিল্লির বার্তা উন্নয়নের পালে হাওয়া লেগেছে: পরিকল্পনামন্ত্রী সিলেটে স্ত্রীকে খুন করে পালিয়েছে স্বামী মৌলভীবাজার বিএনপির পদযাত্রা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত মৌলভীবাজারে আ.লীগের ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা

মৌলভীবাজারে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

প্রথম পাতা » অনিয়ম-দুর্নীতি » মৌলভীবাজারে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত
শনিবার ● ১৭ জুন ২০২৩


মৌলভীবাজারে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিতসৈয়দ ছায়েদ আহমেদ
‘‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা। গতকাল শুক্রবার(১৬ জুন) সকালে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে দুর্নীতি দমন কমিশন (দুদক), সজেকা, হবিগঞ্জ এবং জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)সমুহ মৌলভীবাজারের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জ এর উপপরিচালক মোজাম্মিল হোসেন।

দুদকের উপসহকারী পরিচালক মো: মিজানুর রহমান চৌধূরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সাধারণ সম্পাদক এডভোকেট আখলাকুল আম্বিয়া, জুড়ী কমিটির সভাপতি আলহাজ¦ তাজুল ইসলাম,কমলগঞ্জের সাধারণ সম্পাদক প্রভাষক শাহজাহান মানিক, রাজনগরের সাধারণ সম্পাদক সাংবাদিক শংকর দুলাল দেব,শ্রীমঙ্গল সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ,দুদকের সহকারী পরিচালক মো: সাইফুর রহমান, উপসহকারী পরিচালক শাহীন কাওছার ও উপসহকারী পরিচালক মো: কামরুজ্জামান প্রমুখ।

জেলা সদরসহ ৭টি উপজেলা ও মৌলভীবাজার পৌরসভায় ১টি স্কুলসহ মোট ৮টি দল বিতর্ক প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগীতায় সদর উপজেলার আলী আমজাদ বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ানশীপ (বিজয়ী) অর্জন করে।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:২৪ ● ১৭৮ বার পঠিত




আর্কাইভ