ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে দুগ্ধ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি জিল্লুর রহমান এমপি কমলগঞ্জে ধলাই নদীর বাঁধ ভেঙ্গে এক লাখ লোক পানি বন্দি মৌলভীবাজারের পানিবন্দি মানুষের পাশে এমপি জিল্লুর রহমান রাজনগরে “সিসিমপুর মেলার উদ্বোধন মৌলভীবাজারে প্রার্থীতা ফিরে পেলেন তাজ টেংরাবাজার টু শমসেরনগর সড়ক সংস্কারের ভিত্তিপ্রস্তর করলেন এমপি জিল্লুর রহমান রাজনগরে কৃষি উপকরণ বিতরণ করলেন এমপি জিল্লুর রহমান মৌলভীবাজার সদর উপজেলায় ৩ হাজার কৃষকের মধ্যে কৃষি উপকরণ বিতরন মৌলভীবাজারে আট হাজার নারী পুরুষ পেলেন এমপি জিল্লুর রহমানের ঈদ উপহার বেশি করে খাদ্য উৎপাদন করতে পারলে কারো কাছে মাথা নত করতে হবে না- কৃষিমন্ত্রী

মৌলভীবাজারে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

প্রথম পাতা » অনিয়ম-দুর্নীতি » মৌলভীবাজারে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত
শনিবার ● ১৭ জুন ২০২৩


মৌলভীবাজারে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিতসৈয়দ ছায়েদ আহমেদ
‘‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা। গতকাল শুক্রবার(১৬ জুন) সকালে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে দুর্নীতি দমন কমিশন (দুদক), সজেকা, হবিগঞ্জ এবং জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)সমুহ মৌলভীবাজারের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জ এর উপপরিচালক মোজাম্মিল হোসেন।

দুদকের উপসহকারী পরিচালক মো: মিজানুর রহমান চৌধূরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সাধারণ সম্পাদক এডভোকেট আখলাকুল আম্বিয়া, জুড়ী কমিটির সভাপতি আলহাজ¦ তাজুল ইসলাম,কমলগঞ্জের সাধারণ সম্পাদক প্রভাষক শাহজাহান মানিক, রাজনগরের সাধারণ সম্পাদক সাংবাদিক শংকর দুলাল দেব,শ্রীমঙ্গল সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ,দুদকের সহকারী পরিচালক মো: সাইফুর রহমান, উপসহকারী পরিচালক শাহীন কাওছার ও উপসহকারী পরিচালক মো: কামরুজ্জামান প্রমুখ।

জেলা সদরসহ ৭টি উপজেলা ও মৌলভীবাজার পৌরসভায় ১টি স্কুলসহ মোট ৮টি দল বিতর্ক প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগীতায় সদর উপজেলার আলী আমজাদ বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ানশীপ (বিজয়ী) অর্জন করে।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:২৪ ● ৩৮৬ বার পঠিত




আর্কাইভ