ব্রেকিং নিউজ
রাজনগরে কৃষি উপকরণ বিতরণ করলেন এমপি জিল্লুর রহমান মৌলভীবাজার সদর উপজেলায় ৩ হাজার কৃষকের মধ্যে কৃষি উপকরণ বিতরন মৌলভীবাজারে আট হাজার নারী পুরুষ পেলেন এমপি জিল্লুর রহমানের ঈদ উপহার বেশি করে খাদ্য উৎপাদন করতে পারলে কারো কাছে মাথা নত করতে হবে না- কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রী, মন্ত্রী-এমপিরা যেসব সুবিধা থাকেন বা পান আমাকে তিরস্কারকারীদের ভালবাসা দিয়ে স্মার্ট মৌলভীবাজার বিনির্মাণ করবো-নৌকা মার্কার প্রার্থী জিল্লুর রহমান রাজনগর কলেজ পয়েন্টে নৌকা প্রতিকের প্রার্থীর পক্ষে বিশাল জনসভা মৌলভীবাজার-৩ আসনে নৌকার পক্ষে নির্বাচনী মাঠে নেই বর্তমান এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি জিল্লুর রহমানের নির্বনাচনী পথসভা ও উঠান বৈঠক কুসামবাগ অনুষ্ঠিত জিল্লুর রহমানকে কাছে পেয়ে উচ্ছাসিত চা শ্রমিকরা: বিভিন্ন স্থানে গনসংযোগ

কমলগঞ্জে ২৬তম মাগুরছড়া ট্র্যাজেডি দিবস পালিত

প্রথম পাতা » অনিয়ম-দুর্নীতি » কমলগঞ্জে ২৬তম মাগুরছড়া ট্র্যাজেডি দিবস পালিত
বৃহস্পতিবার ● ১৫ জুন ২০২৩


কমলগঞ্জে ২৬তম মাগুরছড়া ট্র্যাজেডি দিবস পালিতমৌলভীবাজারের কমলগঞ্জে ২৬তম মাগুরছড়া ট্র্যাজেডি দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১৪ জুন) দুপুরে কমলগঞ্জ-শ্রীমঙ্গলের সড়কের মাগুরছড়ায় পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটি কেন্দ্রীয় কমিটি, মৌলভীবাজার জেলা কমিটি, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা কমিটির যৌথ আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা কমিটির সভাপতি ময়নুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও কমলগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি নির্মল এস পলাশের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, এনটিভি ইউরোপ শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি পিন্টু দেবনাথ, কমলগঞ্জ উপজেলা পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটি সভাপতি মো. মোনায়েম খান, সহকারী অধ্যাপক সেলিম আহমেদ চৌধুরী, প্রভাষক রাবেয়া খাতুন, লুৎফুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটি সভাপতি সাহারাব ইসলাম রুহিন, সাধারণ সম্পাদক বিপ্লব ভট্টাচার্য, সবুজ আন্দোলন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি রীনা সরকার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মাগুরছড়া গ্যাস কূপে অগ্নিকাণ্ডের ২৬ বছর পার হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জনসম্মুখে প্রকাশ করা হয়নি।

বক্তারা কমলগঞ্জের ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদান ও ক্ষতিপূরণ আদায়সহ মাগুরছড়া এলাকায় সবুজ বনায়নের দাবি জানান।

বাংলাদেশ সময়: ০:২৭:৪৫ ● ৩০৮ বার পঠিত




আর্কাইভ