ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে দুগ্ধ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি জিল্লুর রহমান এমপি কমলগঞ্জে ধলাই নদীর বাঁধ ভেঙ্গে এক লাখ লোক পানি বন্দি মৌলভীবাজারের পানিবন্দি মানুষের পাশে এমপি জিল্লুর রহমান রাজনগরে “সিসিমপুর মেলার উদ্বোধন মৌলভীবাজারে প্রার্থীতা ফিরে পেলেন তাজ টেংরাবাজার টু শমসেরনগর সড়ক সংস্কারের ভিত্তিপ্রস্তর করলেন এমপি জিল্লুর রহমান রাজনগরে কৃষি উপকরণ বিতরণ করলেন এমপি জিল্লুর রহমান মৌলভীবাজার সদর উপজেলায় ৩ হাজার কৃষকের মধ্যে কৃষি উপকরণ বিতরন মৌলভীবাজারে আট হাজার নারী পুরুষ পেলেন এমপি জিল্লুর রহমানের ঈদ উপহার বেশি করে খাদ্য উৎপাদন করতে পারলে কারো কাছে মাথা নত করতে হবে না- কৃষিমন্ত্রী

মৌলভীবাজারের বড়লেখায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রথম পাতা » অপরাধ সংবাদ » মৌলভীবাজারের বড়লেখায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বুধবার ● ১৪ জুন ২০২৩


মৌলভীবাজারের বড়লেখায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধারবড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় নাজমিন বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ ইউপির তারাদরম গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজারে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত নাজমিন তারাদরম গ্রামের দিনমজুর ইসলাম উদ্দিনের স্ত্রী। পারিবারিক কলহের জের ধরে নাজমিন আত্মহত্যা করতে পারেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

স্বজনরা জানান, নাজমিন বেগম পরিবারের সদস্যদের অগোচরে সোমবার রাত ১১টার দিকে শয়নকক্ষের ভিমের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন। পরে পরিবারের লোকজন নাজমিনকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে জানান। খবর পেয়ে রাত দুইটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেছে।

বড়লেখা থানার এসআই জাহেদ আহমদ বলেন, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করা হয়েছে। দুপুরে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে নাজমিন আত্মহত্যা করতে পারেন।

বাংলাদেশ সময়: ১৬:৩০:২৭ ● ৩১৩ বার পঠিত




আর্কাইভ