ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে ৫ ডাকাতসহ ৭ জন গ্রেফতার: অস্ত্র, গুলি, লুণ্ঠিত টাকা ও স্বর্ণালংকার উদ্ধার কমলগঞ্জে ধরা পড়েছে সোনালি রঙের কৈ মাছ বড়লেখায় ৫০ বোতল বিদেশি মদসহ আটক ১ কমলগঞ্জে ইয়াবাসহ্নেএকজন আটক মৌলভীবাজারে জেলা স্বেচ্ছাসেবক লীগের ইসলাম চৌধুরী তুষার গ্রেফতার করেছে পুলিশ ফ্যাসিবাদী গোষ্ঠীর অপপ্রচার নিয়ে মৌলভীবাজার জেলা পুলিশের বিবৃতি রহস্য উদঘাটিত: মৌলভীবাজারে আইনজীবী সুজন হত্যা মামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার-৫ মৌলভীবাজারে আইজীবী খুনের ঘটনায় আসামীদের গ্রেফতারের দাবিতে আন্দোলন চলছে মৌলভীবাজারে আইনজীবী হত্যার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালিত মৌলভীবাজারে লুটপাট করে কেউ ছাড় পাবে না- পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন

মৌলভীবাজারের বড়লেখায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রথম পাতা » অপরাধ সংবাদ » মৌলভীবাজারের বড়লেখায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বুধবার ● ১৪ জুন ২০২৩


মৌলভীবাজারের বড়লেখায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধারবড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় নাজমিন বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ ইউপির তারাদরম গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজারে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত নাজমিন তারাদরম গ্রামের দিনমজুর ইসলাম উদ্দিনের স্ত্রী। পারিবারিক কলহের জের ধরে নাজমিন আত্মহত্যা করতে পারেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

স্বজনরা জানান, নাজমিন বেগম পরিবারের সদস্যদের অগোচরে সোমবার রাত ১১টার দিকে শয়নকক্ষের ভিমের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন। পরে পরিবারের লোকজন নাজমিনকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে জানান। খবর পেয়ে রাত দুইটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেছে।

বড়লেখা থানার এসআই জাহেদ আহমদ বলেন, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করা হয়েছে। দুপুরে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে নাজমিন আত্মহত্যা করতে পারেন।

বাংলাদেশ সময়: ১৬:৩০:২৭ ● ৪৪৫ বার পঠিত




আর্কাইভ