ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে ৫ ডাকাতসহ ৭ জন গ্রেফতার: অস্ত্র, গুলি, লুণ্ঠিত টাকা ও স্বর্ণালংকার উদ্ধার কমলগঞ্জে ধরা পড়েছে সোনালি রঙের কৈ মাছ বড়লেখায় ৫০ বোতল বিদেশি মদসহ আটক ১ কমলগঞ্জে ইয়াবাসহ্নেএকজন আটক মৌলভীবাজারে জেলা স্বেচ্ছাসেবক লীগের ইসলাম চৌধুরী তুষার গ্রেফতার করেছে পুলিশ ফ্যাসিবাদী গোষ্ঠীর অপপ্রচার নিয়ে মৌলভীবাজার জেলা পুলিশের বিবৃতি রহস্য উদঘাটিত: মৌলভীবাজারে আইনজীবী সুজন হত্যা মামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার-৫ মৌলভীবাজারে আইজীবী খুনের ঘটনায় আসামীদের গ্রেফতারের দাবিতে আন্দোলন চলছে মৌলভীবাজারে আইনজীবী হত্যার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালিত মৌলভীবাজারে লুটপাট করে কেউ ছাড় পাবে না- পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে ‘বিদেশি চাপ’ নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

প্রথম পাতা » আন্তর্জাতিক » খালেদা জিয়ার মুক্তির বিষয়ে ‘বিদেশি চাপ’ নিয়ে যা বললেন ওবায়দুল কাদের
বুধবার ● ১৪ জুন ২০২৩


যা বললেন ওবায়দুল কাদেরবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি নিয়ে ‘বিদেশি চাপ’ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি। অন্যদেশেরও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ যুক্তিযুক্ত মনে করি না। খালেদা জিয়ার বিষয়টি আমাদের অভ্যন্তরীণ ব্যাপার।

তিনি বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোড সেফটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে যতটা না তারা উদ্বেগ করেছে, তাকে নিয়ে রাজনীতির চর্চা করেছে বেশি। যখন খালেদা জিয়ার বিচার চলছিল তখন অহেতুক অনুপস্থিত থেকে বিচারকে বিলম্বিত করতে চেয়েছে। এমন কোনো আইনি লড়াই করতে পারেনি, আন্দোলন করতে পারেনি যেটা চাপ সৃষ্টি করতে পারে।

তিনি বলেন, সরকার কোনো চাপের কাছে নতিস্বীকার করেনি, করবেও না।

প্রসঙ্গত, শারীরিক অসুস্থতা নিয়ে সোমবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন খালেদা জিয়া। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল পরদিন এক সমাবেশে বলেছেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার জীবন নিয়ে শঙ্কা রয়েছে।

এদিকে ইউরোপীয় পার্লামেন্টের ৬ সদস্য খালেদা জিয়ার মুক্তি দিতে ব্যবস্থা গ্রহণে ইউরোপীয় ইউনিয়নে চিঠি দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:৩১ ● ৩৬৭ বার পঠিত




আর্কাইভ