জাল দলিলে সরকারি কোটি কোটি টাকার ভূমি আত্মসাৎকারী আতাউরের খটির জোর কোথায়?
প্রথম পাতা »
অনিয়ম-দুর্নীতি »
জাল দলিলে সরকারি কোটি কোটি টাকার ভূমি আত্মসাৎকারী আতাউরের খটির জোর কোথায়?
জাল দলিল তৈরি করে কালেঙ্গা গ্রাম ও বাজারের সরকারি জমি কমলগঞ্জের মুন্সিবাজার তহশিল অফিসের তৎকালীন তহশিলদার নিত্যগোপাল গোস্বামীর সঙ্গে আঁতাত করে নিজের নামে রেকর্ড করে নেয় এক ভূমিখেকো। এ খবর জানাজানি হলে কমলগঞ্জের সহকারি কমিশনার(ভূমি)
ওই ভূমি খেকোর নামজারি বাতিল করেন। কিন্তু চতুর এই ভূমি খেকো গোপনে এই জমির মালিকানা দাবি করে সহকারি জজ আদালত কমলগঞ্জ মৌলভীবাজারে নামজারি বাতিলের বিরুদ্ধে স্বত্ব মামলা দায়ের করেন। এ মামলায় আইনজীবি নিয়োগ করা হয় সিভিল মামলার আইনজীবি এডভোকেট কামাল উদ্দিন চৌধুরীকে। তিনি কিছু দিন মামলা পরিচালনা করার পর ওই ভূমি খেকোকে জানিয়ে দেন তিনি তার মামলা চালাবেন না। ইতি মধ্যে ওই আদালতের সেরেস্তাদার,পেশকার, নাজিরসহ আদালতের অন্যান্য কর্মচারিদের সঙ্গে পরিচয় ও ঘনিষ্টতা গড়ে উঠে ভূমি খেকো আতাউর রহমান চৌধুরী পিতা মৃত আব্দুল মজিদ চৌধুরী, মাতা মৃত আমেনা খাতুন গ্রাম কালঙ্গা ডাক,চৈত্রঘাট,উপজেলা:কমলগঞ্জ জেলা: মৌলভীবাজার। মামলাটি নিজের পক্ষে পাইয়ে দিতে বিপুল পরিমাণ অবৈধ টাকার অলিখিত চুক্তি হয় পেশকারের সঙ্গে। সে মোতাবেক আইনজীবিকে বাদ দিয়ে পেশকারসহ একটি চক্রের সঙ্গে গোপন আতাল করেছেন ভূমি খেকো আতাউর। গত বছর কালেঙ্গা বাজারের সরকারি জমি দখল করে আতাউরের নির্মানাধীন স্থাপনা উচ্ছেদ করেন সহকারি কমিশনার (ভূমি) কমলগঞ্জ এবং স্থাপনা দোকান কোটা নিমার্ণ কাজ বন্ধ করেন এবং সরকারি ভূমিতে স্থাপনা নির্মাণ না করার জন্য নির্দেশ দেওয়া হয়। কিন্তু কিছু দিন যেতে না যেতেই রাতের আধাঁরে সরকারি ভূমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ করে সেখানে দোকান বসিয়ে ভাড়া দিয়েছেন। কয়েক কোটি টাকা মূল্যের সরকারি জমি থেকে স্থাপনা উচ্ছেদ করে সরকারের অনুকূলে জমি নেওয়ার জন্য এবং সরকারি টিলা শ্রেণীর এই জমি কেটে অবৈধভাবে শ্রেণী পরিবর্তন করায় ভূমি খেকো আতাউর এবং তার সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর।—–প্রথম কিস্তি
এবিষয়ে আরো বিস্তারিত দেখুন পত্রিকার পাতায় ও টেলিভিশন নিউজে।
আগামীতে পড়ুন
ই-টেন্ডারে টেন্ডারবাজী চক্রের প্রধান আতাউর
বছরে কোটি কোটি টাকার টেন্ডার হাতিয়ে নেয় কিভাবে?
নাশকতা মামলার আসামী আতাউর তথ্যগোপন করে অস্ত্রের লাইসেন্সের আবেদন স্বরাস্ট্রমন্ত্রণালয়ে।
কি আছে আতাউরের আমলনামায়।
কে এই আতাউর?
জানবেন আরো অনেক কিছু?
বাংলাদেশ সময়: ১২:০৬:১১ ●
৫৩৬ বার পঠিত