ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে দুগ্ধ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি জিল্লুর রহমান এমপি কমলগঞ্জে ধলাই নদীর বাঁধ ভেঙ্গে এক লাখ লোক পানি বন্দি মৌলভীবাজারের পানিবন্দি মানুষের পাশে এমপি জিল্লুর রহমান রাজনগরে “সিসিমপুর মেলার উদ্বোধন মৌলভীবাজারে প্রার্থীতা ফিরে পেলেন তাজ টেংরাবাজার টু শমসেরনগর সড়ক সংস্কারের ভিত্তিপ্রস্তর করলেন এমপি জিল্লুর রহমান রাজনগরে কৃষি উপকরণ বিতরণ করলেন এমপি জিল্লুর রহমান মৌলভীবাজার সদর উপজেলায় ৩ হাজার কৃষকের মধ্যে কৃষি উপকরণ বিতরন মৌলভীবাজারে আট হাজার নারী পুরুষ পেলেন এমপি জিল্লুর রহমানের ঈদ উপহার বেশি করে খাদ্য উৎপাদন করতে পারলে কারো কাছে মাথা নত করতে হবে না- কৃষিমন্ত্রী

চা শিল্পে অবদান রাখা ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘জাতীয় চা পুরস্কার’

প্রথম পাতা » কমলগঞ্জ উপজেলা » চা শিল্পে অবদান রাখা ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘জাতীয় চা পুরস্কার’
রবিবার ● ৪ জুন ২০২৩


আজ জাতীয় চা দিবস‘চা দিবসের সংকল্প, শ্রমিকবান্ধব চা শিল্প’— প্রতিপাদ্য নিয়ে আজ (৪ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হচ্ছে জাতীয় চা দিবস।

এনিয়ে তৃতীয়বার দেশে জাতীয় চা দিবস পালিত হচ্ছে। দিবসে চা শিল্পে অনন্য অবদান রাখায় এ বছর প্রথমবারের মতো ৮ ক্যাটাগরিতে দেওয়া হবে পুরস্কার।

জাতীয় চা দিবস উদযাপন উপলক্ষে শনিবার বিকালে শ্রীমঙ্গলের টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়ামের সম্মেলন কক্ষে দিবসের অনুষ্ঠান নিয়ে প্রেস ব্রিফিং করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম।

ব্রিফিংয়ে বলা হয়, এবারই প্রথম চা শিল্পে অবদান রাখায় আট ক্যাটাগরিতে দেওয়া হবে ‘জাতীয় চা পুরস্কার’। যেসব ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে সেগুলো হলো- একরপ্রতি সর্বোচ্চ উৎপাদনকারী চা বাগান শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগান, সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন চা উৎপাদনকারী বাগান হবিগঞ্জের বাহুবল উপজেলা মধুপুর চা বাগান, শ্রেষ্ঠ চা রপ্তানিকারক প্রতিষ্ঠান আবুল খায়ের কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড, শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী পঞ্চগড়ের নারায়ণপুর গ্রামের মো. আনোয়ার সাদাত সম্রাট, শ্রমিক কল্যাণের ভিত্তিতে শ্রেষ্ঠ চা বাগান শ্রীমঙ্গলের জেরিন চা বাগান, বৈচিত্র্যময় চাপণ্য বাজারজাতকরণের ভিত্তিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান/কোম্পানি, দৃষ্টিনন্দন ও মানসম্পন্ন চা মোড়কের ভিত্তিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান/কোম্পানি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেড এবং শ্রেষ্ঠ চাপাতা চয়নকারী (চা শ্রমিক) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নেপচুন চা বাগানের শ্রমিক উপলহ্মী ত্রিপুরা।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এবারের জাতীয় চা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিশেষ অতিথি থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ এবং অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ।

অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শাহ মঈনুদ্দিন হাসান, চা সংসদের সভাপতি কামরান রহমান। সভাপতিত্ব করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। অনুষ্ঠানে দেশের চা বাগানগুলোর মালিক, শ্রমিক ও চা শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১৩:৫৮:১৬ ● ৩৭০ বার পঠিত




আর্কাইভ