ব্রেকিং নিউজ
প্রায় দেড় কোটি টাকা কর ফাঁকি, দ্বৈত নাগরিক হয়েও এমপি হতে চান রহিমঃ হলফনামায় তথ্য গোপন মৌলভীবাজারে জিল্লুর রহমানের মনোনয়নপত্র বৈধ ও সিআইপি রহিমেরটি বাতিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার ৪টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩২জন আওয়ামীলীগ জাসদ মিলে ১৫জন তিন দিনে জাসদের মনোনয়ন ফরম কিনলেন ৩০৪ জন বিএনএমে যোগ দিলেন বিএনপির সাবেক ৪ সংসদ সদস্য দ্বাদশ সংসদ নির্বাচন প্রতি আসনের বিপরীতে মনোনয়ন পেতে লড়বেন আ.লীগের ১০ প্রার্থী ৩০১৯টি ফরম বিক্রি, আয় ১৫ কোটি সাড়ে ৯ লাখ টাকা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ১৩ নভেম্বর ঘোষণা হতে পারে মির্জা আব্বাস ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার মৌলভীবাজারে অবরোধের পক্ষে-বিপক্ষে শান্তিপূর্ণ কর্মসুচি পালিত

মাদকের টাকায় অঢেল সম্পদ

প্রথম পাতা » অনুসন্ধানী প্রতিবেদন » মাদকের টাকায় অঢেল সম্পদ
বুধবার ● ৩ মে ২০২৩


মাদকের টাকায় অঢেল সম্পদ

আত্মস্বীকৃত মাদক কারবারি। সরকার চিহ্নিত বড় মাদক কারবারিদের সুপথে ফেরাতে আত্মসমর্পণের সুযোগ দিয়েছিল। ওই সময় হুদা ও কবির আত্মসমর্পণ করেন। এরপর বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও সিআইডির মানি লন্ডারিং ইউনিট হুদা ও কবির এবং রমজান ও আরশাদের ব্যাংকিং হিসাব নিয়ে তদন্ত চালায়। ওই তদন্তের কিছু গোপন নথি সমকালের হাতে এসেছে। সেখানে বলা হয়েছে, মাদক কারবারের আয় থেকে চক্রটি বিপুল বিত্তের মালিক হয়েছে। মাদকের টাকা লেনদেনে তাঁরা ব্যাংকিং চ্যানেল ব্যবহার করেন। নুরুল হুদা মিয়ানমার থেকে ইয়াবা এনে তাঁর ভাই নুরুল কবিরের মাধ্যমে ঢাকায় রমজান ও আরশাদের কাছে পৌঁছে দিতেন। এরপর ঢাকার পাইকারি বিক্রেতাদের হাতে পৌঁছে দিতেন তাঁরা। এই চক্রের বড় আস্তানা ছিল রায়েরবাগ ও চিটাগাং রোড। পুরো চক্রটির একসময় বৈধ আয়ের কোনো উৎস ছিল না। মাদক কারবারের মাধ্যমে বিপুল টাকা হাতে আসার পর তাঁরা নানা ব্যবসায় বিনিয়োগ করতে থাকেন। হুদা টেকনাফে মাছ ও গরু-মহিষের খামার এবং পোলট্রি ফার্ম গড়ে তোলেন। টেকনাফে প্রচুর জমি কিনতে থাকেন।
সিআইডির মানি লন্ডারিং ইউনিটের নথি বলছে, মাদকের টাকায় হুদা নিজ নামে টেকনাফে ৪০ শতাংশ জমি কিনেছেন, যার সাফ কবলা দলিল নম্বর-৭৫১/১৫। ২০১৫ সালের ৬ এপ্রিল ওই জমি কিনেছেন তিনি। একইভাবে প্রায় একই সময় রমজান ও আরশাদ ঢাকার খিলগাঁওয়ে ৮.২৫ শতাংশ জমি কিনেছেন। ওই জমির সাফ কবলা দলিল নম্বর- ৯৮৭৮/১৪। এ ছাড়া মাদক কারবারের টাকা আরশাদ ‘এ আর’ ফ্যাশন নামে একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন।

বাংলাদেশ সময়: ২১:৫৭:১১ ● ৭৬ বার পঠিত




আর্কাইভ