ব্রেকিং নিউজ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার ৪টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩২জন আওয়ামীলীগ জাসদ মিলে ১৫জন তিন দিনে জাসদের মনোনয়ন ফরম কিনলেন ৩০৪ জন বিএনএমে যোগ দিলেন বিএনপির সাবেক ৪ সংসদ সদস্য দ্বাদশ সংসদ নির্বাচন প্রতি আসনের বিপরীতে মনোনয়ন পেতে লড়বেন আ.লীগের ১০ প্রার্থী ৩০১৯টি ফরম বিক্রি, আয় ১৫ কোটি সাড়ে ৯ লাখ টাকা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ১৩ নভেম্বর ঘোষণা হতে পারে মির্জা আব্বাস ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার মৌলভীবাজারে অবরোধের পক্ষে-বিপক্ষে শান্তিপূর্ণ কর্মসুচি পালিত এস এ টিভির মালিকের কারাদন্ড ও জরিমানা সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা এডভোকেট এবাদুর রহমান চৌধুরীর ইন্তেকাল

কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

প্রথম পাতা » কমলগঞ্জ উপজেলা » কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত
শুক্রবার ● ২৬ মে ২০২৩


কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহতকমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহতের ঘটনায় সিএনজি চালক আটক কমলগঞ্জ থানা এলাকায় সিএনজির ধাক্কায় সেনাবাহিনীর সদস্য সাইফুর নিহত হওয়ার ঘটনায় ঘাতক সিএনজি অটোরিকশাসহ চালককে গ্রেফতার করা হয়েছে। গতকাল(২৫ মে) সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পবিত্র শেখর দাসসহ কমলগঞ্জ থানার একটি টিম রাজনগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ঘটিকায় অত্র মামলার ঘটনার সাথে জড়িত সিএনজি (মৌলভীবাজার থ ১২-২৫৫৭) উদ্ধার করেন এবং ঘটনার সময়ে সিএনজির চালক আব্দুল মতিনকে (২৫) গ্রেফতার করেন। গত ২২ মে, ২০২৩ ইং তারিখে দুপুর আনুমানিক ০১.০০ ঘটিকায় কমলগঞ্জ থানাধীন গুলেরহাওর এলাকায় পাকা সড়কের উপরে একটি অজ্ঞাতনামা সিএনজি গাড়ি সেনাসদস্য ভিকটিম সাইফুর রহমান এর মোটর সাইকেলের পিছন দিকে ধাক্কা মারলে ভিকটিম মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা ওয়াই-ফাই এর খুটির সাথে ধাক্কা খায়। এতে ভিকটিম গুরুতর আহত হয়। পরবর্তীতে সেদিনই বিকেল ০৫.৩০ ঘটিকার সময় সিএমএইচ, সিলেট এ চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম সাইফুর রহমান মৃত্যুবরন করেন। ঘটনার পর থেকেই কমলগঞ্জ থানা পুলিশ দুর্ঘটনায় জড়িত সিএনজি অটোরিকশা এবং এর চালককে খুঁজতে থাকে। পরে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং তাদের তোলা একটি ছবির সহায়তায় পুলিশ সিএনজি অটোরিকশাটি শনাক্ত করতে সক্ষম হয়। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, ”এ ঘটনায় ভিকটিমের পিতা আব্দুস সোবহান খান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আজ গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”

বাংলাদেশ সময়: ১৫:০৯:১০ ● ১৬৯ বার পঠিত




আর্কাইভ