ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে দুগ্ধ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি জিল্লুর রহমান এমপি কমলগঞ্জে ধলাই নদীর বাঁধ ভেঙ্গে এক লাখ লোক পানি বন্দি মৌলভীবাজারের পানিবন্দি মানুষের পাশে এমপি জিল্লুর রহমান রাজনগরে “সিসিমপুর মেলার উদ্বোধন মৌলভীবাজারে প্রার্থীতা ফিরে পেলেন তাজ টেংরাবাজার টু শমসেরনগর সড়ক সংস্কারের ভিত্তিপ্রস্তর করলেন এমপি জিল্লুর রহমান রাজনগরে কৃষি উপকরণ বিতরণ করলেন এমপি জিল্লুর রহমান মৌলভীবাজার সদর উপজেলায় ৩ হাজার কৃষকের মধ্যে কৃষি উপকরণ বিতরন মৌলভীবাজারে আট হাজার নারী পুরুষ পেলেন এমপি জিল্লুর রহমানের ঈদ উপহার বেশি করে খাদ্য উৎপাদন করতে পারলে কারো কাছে মাথা নত করতে হবে না- কৃষিমন্ত্রী

মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি, যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » অনুসন্ধানী প্রতিবেদন » মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি, যা বললেন পররাষ্ট্রমন্ত্রী
বৃহস্পতিবার ● ২৫ মে ২০২৩


মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি, যা বললেন পররাষ্ট্রমন্ত্রীবাংলাদেশে মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বনে যে নির্দেশনা দেশটির দূতাবাস দিয়েছে, তা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

সোমবার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা খুবই দুঃখজনক। আরও সাত আট মাস পর নির্বাচন হবে। তাদের জিজ্ঞেস করেন তারা কেন এই সতর্কতা দিলো। আমাদের দেশে হত্যা নেই, গুলি করে কাউকে মারা হয় না।’

আসন্ন জাতীয় নির্বাচনের কথা মাথায় রেখে নিজ দেশের নাগরিকদের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

রোববার (২১ মে) ঢাকায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশে অবস্থিত দেশটির নাগরিকদের এ নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সমাবেশ এবং অন্যান্য নির্বাচন-সম্পর্কিত কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। সাধারণ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ এবং বিক্ষোভ বাড়ার আশঙ্কা রয়েছে।

এমন অবস্থায় মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত এবং মনে রাখা উচিত শান্তিপূর্ণ রাজনৈতিক সভা-সমাবেশস্থলেও অনেক সময় সহিংসতা দেখা দিতে পারে।

এসব কারণে সভাস্থল এড়িয়ে চলা এবং আশপাশের বিষয়ে সতর্ক থাকতে বলা হয় মার্কিন নাগরিকদের।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘এখানকার মানুষ মার্কিন নাগরিকদের ওপর ক্ষেপবে কেন? আমি জানি না তারা কেন এটা করেছে। আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি এতো ভালো হয়েছে যে, পুলিশ কোনো ঘটনা ঘটলে সাথে সাথে অপরাধীকে ধরে নিয়ে আসে।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘তারা খুব ভালো কাজ করছে। আমাদের দেশে এমন কোনো কারণ নেই যে, সহিংসতা হবে। বরং কেউ কেউ আমেরিকায় গেলে সতর্ক করা উচিত, সেখানে শপিংমলে, স্কুলে, বারে গেলে সতর্ক থাকতে হবে।’

বাংলাদেশ সময়: ১৪:০৬:৫০ ● ১৭৭ বার পঠিত




আর্কাইভ