ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে দুগ্ধ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি জিল্লুর রহমান এমপি কমলগঞ্জে ধলাই নদীর বাঁধ ভেঙ্গে এক লাখ লোক পানি বন্দি মৌলভীবাজারের পানিবন্দি মানুষের পাশে এমপি জিল্লুর রহমান রাজনগরে “সিসিমপুর মেলার উদ্বোধন মৌলভীবাজারে প্রার্থীতা ফিরে পেলেন তাজ টেংরাবাজার টু শমসেরনগর সড়ক সংস্কারের ভিত্তিপ্রস্তর করলেন এমপি জিল্লুর রহমান রাজনগরে কৃষি উপকরণ বিতরণ করলেন এমপি জিল্লুর রহমান মৌলভীবাজার সদর উপজেলায় ৩ হাজার কৃষকের মধ্যে কৃষি উপকরণ বিতরন মৌলভীবাজারে আট হাজার নারী পুরুষ পেলেন এমপি জিল্লুর রহমানের ঈদ উপহার বেশি করে খাদ্য উৎপাদন করতে পারলে কারো কাছে মাথা নত করতে হবে না- কৃষিমন্ত্রী

রেজিস্ট্রারি মাঠে বিএনপির সমাবেশ চলছে

প্রথম পাতা » অনিয়ম-দুর্নীতি » রেজিস্ট্রারি মাঠে বিএনপির সমাবেশ চলছে
শুক্রবার ● ১৯ মে ২০২৩


উচ্চ আদালতের নির্দেশনা অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়ন দাবিতে’ সমাবেশ করবে সিলেট জেলা ও মহানগর বিএনপি।

শুক্রবার (১৯ মে) বেলা ৩টা থেকে সিলেট রেজিস্ট্রারি মাঠে এ সমাবেশ শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক রাষ্ট্রদূত নজরুল ইসলাম খান।

জনসমাবেশে সিলেট জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, জেলা ও মহানগরের সকল ইউনিটের সর্বস্তরের নেতাকর্মীসহ সিলেটবাসীকে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী অনুরোধ জানিয়েছেন।

এদিকে, কেন্দ্র ঘোষিত কর্মসূচির ১০ দফা দাবিতে আজ শুক্রবার ঢাকাসহ ২৮ মহানগর-জেলায় জনসমাবেশ করবে বিএনপি। গত শনিবার সারা দেশে দলের ৮২ সাংগঠনিক ইউনিটে ৪ দিনের এ কর্মসূচি ঘোষণা করা হয়।

চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিণ জেলা জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ফেনী জেলায় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, রাঙ্গামাটি জেলায় চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, নারায়ণগঞ্জ মহানগর ও জেলা সমাবেশে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, কুমিল্লা বিভাগের মহানগর ও জেলায় স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিলেট বিভাগের মহানগর ও জেলায় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, খুলনা বিভাগ মহানগর ও জেলায় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, রাজশাহী বিভাগ মহানগর ও জেলায় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

এছাড়া টাঙ্গাইল জেলায় বিএনপি ভাইস চেয়ারম্যান, বরকত উল্লাহ বুলু, নওগাঁয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, মাগুরায় ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, রংপুর বিভাগ মহানগর ও জেলায় বিএনপি ভাইস চেয়ারম্যান এডভোকেট নিতাই রায় চৌধুরী, মেহেরপুরে ভাইস চেয়ারম্যান এডভোকেট জয়নাল আবেদীন, ফরিদপুর বিভাগ মহানগর ও জেলায় চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক, কুড়িগ্রামে দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ভোলায় জেলা যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়া ২০ মে ঢাকা মহানগর দক্ষিণসহ ২১ জেলা ও মহানগর, ২৬ মে ঢাকা মহানগর উত্তরসহ ১৯ জেলা এবং ২৭ মে ঢাকা মহানগর দক্ষিণসহ ১৫ জেলা ও মহানগরে সমাবেশ করবে বিএনপি।

বাংলাদেশ সময়: ১৬:১৫:২৩ ● ২৪৭ বার পঠিত




আর্কাইভ