ব্রেকিং নিউজ
প্রায় দেড় কোটি টাকা কর ফাঁকি, দ্বৈত নাগরিক হয়েও এমপি হতে চান রহিমঃ হলফনামায় তথ্য গোপন মৌলভীবাজারে জিল্লুর রহমানের মনোনয়নপত্র বৈধ ও সিআইপি রহিমেরটি বাতিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার ৪টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩২জন আওয়ামীলীগ জাসদ মিলে ১৫জন তিন দিনে জাসদের মনোনয়ন ফরম কিনলেন ৩০৪ জন বিএনএমে যোগ দিলেন বিএনপির সাবেক ৪ সংসদ সদস্য দ্বাদশ সংসদ নির্বাচন প্রতি আসনের বিপরীতে মনোনয়ন পেতে লড়বেন আ.লীগের ১০ প্রার্থী ৩০১৯টি ফরম বিক্রি, আয় ১৫ কোটি সাড়ে ৯ লাখ টাকা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ১৩ নভেম্বর ঘোষণা হতে পারে মির্জা আব্বাস ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার মৌলভীবাজারে অবরোধের পক্ষে-বিপক্ষে শান্তিপূর্ণ কর্মসুচি পালিত

ফের বাংলাদেশে আসছে অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতাল

প্রথম পাতা » ডিজিটাল বাংলাদেশ » ফের বাংলাদেশে আসছে অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতাল
বুধবার ● ৩ মে ২০২৩


ফের বাংলাদেশে আসছে অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতাল

এমডি-১০ বিমানের মধ্যে স্থাপিত বিশ্বের একমাত্র সম্পূর্ণ স্বীকৃত চক্ষু-চিকিৎসা হাসপাতাল, অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতাল আগামী বছর নভেম্বরে ১১তম বারের মতো বাংলাদেশে আসছে।

গতকাল মঙ্গলবার রাজধানী ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত “১১তম ফ্লাইং আই হসপিটাল ট্রেনিং প্রোগ্রাম-২০২৪” সম্পর্কিত এক পরামর্শ সভায় এ তথ্য জানানো হয়।
উড়ন্ত চক্ষু হাসপাতাল (এফইএইচ) প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনাকারী অলাভজনক প্রতিষ্ঠান অরবিস ইন্টারন্যাশনাল পরামর্শ সভা আয়োজন করে। সভায় সিদ্ধান্ত হয় যে, এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের জন্য একটি উপদেষ্টা কমিটি এবং একটি নির্বাহী কমিটি গঠন করা হবে।
অফথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওএসবি) সভাপতি, আইএপিবি, এসইএ বাংলাদেশ চ্যাপ্টারের কান্ট্রি চেয়ার এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএইচএম এনায়েত হোসেন সভায় সভাপতিত্ব করেন। এতে অংশ নেন চক্ষু চিকিৎসা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এশিয়া-প্যাসিফিক একাডেমি অব অফথালমোলজির (এপিএও) প্রেসিডেন্ট অধ্যাপক আভা হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক দ্বীন মোহাম্মদ নূরুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক মো. শরফুদ্দিন আহমেদ, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) প্রেসিডেন্ট অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল্লাহ, ওএসবি মহাসচিব অধ্যাপক দীপক কুমার নাগ, বিএসএমএমইউর অধ্যাপক নুজহাত চৌধুরী এবং অরবিসের কান্ট্রি ডিরেক্টর ড. মুনির আহমেদ, সহযোগী পরিচালক ড. লুৎফুল হোসেন ও ইকবাল হোসেন।
অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতাল অত্যাধুনিক শিক্ষাদানের একটি প্রতিষ্ঠান, যেখানে রয়েছে অপারেশন রুম, শ্রেণীকক্ষ ও পুনরুদ্ধার-কক্ষ। ১৯৮২ সাল থেকে এই এই হাসপাতালটি পরিচালিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১:৪১:৩০ ● ৮৫ বার পঠিত




আর্কাইভ