ব্রেকিং নিউজ
টেংরাবাজার টু শমসেরনগর সড়ক সংস্কারের ভিত্তিপ্রস্তর করলেন এমপি জিল্লুর রহমান রাজনগরে কৃষি উপকরণ বিতরণ করলেন এমপি জিল্লুর রহমান মৌলভীবাজার সদর উপজেলায় ৩ হাজার কৃষকের মধ্যে কৃষি উপকরণ বিতরন মৌলভীবাজারে আট হাজার নারী পুরুষ পেলেন এমপি জিল্লুর রহমানের ঈদ উপহার বেশি করে খাদ্য উৎপাদন করতে পারলে কারো কাছে মাথা নত করতে হবে না- কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রী, মন্ত্রী-এমপিরা যেসব সুবিধা থাকেন বা পান আমাকে তিরস্কারকারীদের ভালবাসা দিয়ে স্মার্ট মৌলভীবাজার বিনির্মাণ করবো-নৌকা মার্কার প্রার্থী জিল্লুর রহমান রাজনগর কলেজ পয়েন্টে নৌকা প্রতিকের প্রার্থীর পক্ষে বিশাল জনসভা মৌলভীবাজার-৩ আসনে নৌকার পক্ষে নির্বাচনী মাঠে নেই বর্তমান এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি জিল্লুর রহমানের নির্বনাচনী পথসভা ও উঠান বৈঠক কুসামবাগ অনুষ্ঠিত

কোনো রাষ্ট্রদূতকে অতিরিক্ত পুলিশ প্রটোকল দেওয়া হবে না

প্রথম পাতা » অর্থনীতি » কোনো রাষ্ট্রদূতকে অতিরিক্ত পুলিশ প্রটোকল দেওয়া হবে না
সোমবার ● ১৫ মে ২০২৩


কোনো রাষ্ট্রদূতকে অতিরিক্ত পুলিশ প্রটোকল দেওয়া হবে নাবাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ কোনো দেশের রাষ্ট্রদূতকে আর বাড়তি নিরাপত্তা সুবিধা দেয়া হবে না বলে সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো দেশের রাষ্ট্রদূতকেই বাড়তি কোনো নিরাপত্তা দেয়া হবে না। কারও প্রয়োজন হলে বাড়তি নিরাপত্তা চেয়ে সরকারের কাছে আবেদন করতে পারবেন। এছাড়া প্রয়োজনে মিশনের পক্ষ থেকে তারা টাকা খরচ করে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করতে পারবেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বাড়তি নিরাপত্তা দেওয়া হবে না কোনো দেশের রাষ্ট্রদূতকেই। কারও প্রয়োজন হলে সেটা সরকারের কাছে আবেদন করতে হবে। তবে রাষ্ট্রদূত গাড়িতে পতাকা ব্যবহার করতে পারবেন না এমন কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভিআইপি ও ভিভিআইপির নিরাপত্তার দায়িত্ব আনসারদের নিয়ে গঠিত গার্ড রেজিমেন্টকে দেওয়া হবে। পুলিশকে অন্য কাজে নেওয়া হবে।’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার ফারুক হোসেন বলেন, ‘রাষ্ট্রদূতরা সব ধরনের নিরাপত্তা পাবেন। শুধু তাদের চলাচলের সময় প্রোটকলে অতিরিক্ত যে গাড়িটি থাকত, সেটি আপাতত প্রত্যাহার করা হয়েছে। তবে রাষ্ট্রদূতদের গাড়ির সামনে ও পেছনে পুলিশের নিরাপত্তার যে গাড়ি ছিল তা আগের মতোই থাকবে।’

ডিএমপির উপকমিশনার ফারুক হোসেন বলেন, ‘অতিরিক্ত গাড়িটি রাখা হত যাতে নিরাপত্তার মূল দায়িত্বে থাকা কোনো পুলিশ সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বা গাড়িতে কোনো সমস্যা দেখা দিলে সেটার বিকল্প হিসেবে কাজ করতে পারে। তবে পুলিশের অন্যান্য বিভাগে জনবল ও যানবাহন সংকটের কারণে সাময়িকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

অন্যদিকে স্বাগতিক দেশকে অবশ্যই কূটনীতিকদের নিয়ম নীতি সংক্রান্ত ভিয়েনা সদন মেনে চলতে হবে। সরকারের পক্ষ থেকে নিরাপত্তা কমিয়ে আনার বিষয়ে জানতে চাইলে এমনটি জানায় ঢাকার মার্কিন দূতাবাস।

নিরাপত্তা কমিয়ে আনার বিষয়ে জানতে চাইলে ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র শন ম্যাকিনটোশ বলেন, ‘আমাদের কূটনীতিক এবং অবকাঠামোর সুরক্ষা ও নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দীর্ঘ দিনের নীতি অনুযায়ী মার্কিন দূতাবাসের নিরাপত্তা সংক্রান্ত বিস্তারিত আমরা প্রকাশ করি না। ভিয়েনা সনদ অনুযায়ী স্বাগতিক দেশকে অবশ্যই সকল কূটনৈতিক মিশন ও কূটনীতিকদের সুরক্ষার বাধ্যবাধকতা নিশ্চিত করতে হবে।’

বাংলাদেশ সময়: ২৩:৫৩:৪৭ ● ১৬৯ বার পঠিত




আর্কাইভ