ব্রেকিং নিউজ
রাজনগরে “সিসিমপুর মেলার উদ্বোধন মৌলভীবাজারে প্রার্থীতা ফিরে পেলেন তাজ টেংরাবাজার টু শমসেরনগর সড়ক সংস্কারের ভিত্তিপ্রস্তর করলেন এমপি জিল্লুর রহমান রাজনগরে কৃষি উপকরণ বিতরণ করলেন এমপি জিল্লুর রহমান মৌলভীবাজার সদর উপজেলায় ৩ হাজার কৃষকের মধ্যে কৃষি উপকরণ বিতরন মৌলভীবাজারে আট হাজার নারী পুরুষ পেলেন এমপি জিল্লুর রহমানের ঈদ উপহার বেশি করে খাদ্য উৎপাদন করতে পারলে কারো কাছে মাথা নত করতে হবে না- কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রী, মন্ত্রী-এমপিরা যেসব সুবিধা থাকেন বা পান আমাকে তিরস্কারকারীদের ভালবাসা দিয়ে স্মার্ট মৌলভীবাজার বিনির্মাণ করবো-নৌকা মার্কার প্রার্থী জিল্লুর রহমান রাজনগর কলেজ পয়েন্টে নৌকা প্রতিকের প্রার্থীর পক্ষে বিশাল জনসভা

পালাতে পারে ৮ লাখ মানুষ: জাতিসংঘ

প্রথম পাতা » আন্তর্জাতিক » পালাতে পারে ৮ লাখ মানুষ: জাতিসংঘ
বুধবার ● ৩ মে ২০২৩


পালাতে পারে ৮ লাখ মানুষ: জাতিসংঘ

বেসামরিক বাহিনীর লড়াইয়ের কারণে বহু মানুষ সুদান ছাড়ছে। চলমান সংঘাতের ফলে সম্ভবত আট লাখ মানুষ দেশটি ছাড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। ইতোমধ্যে ৭৩ হাজার মানুষ দেশটি ছেড়েছে।

সুইজারল্যান্ডের জেনেভায় ইউএনএইচসিআরের সহকারী হাইকমিশনার রাউফ মাজউ এক ব্রিফিংয়ে বলেন, আমরা ধারণা করছি, ৮ লাখ ১৫ হাজার মানুষ সুদান থেকে পার্শ্ববর্তী দেশগুলোতে পালিয়ে যেতে পারে। এর মধ্যে বিদেশি নাগরিকও রয়েছে।
এ ছাড়া ইউএনএইচসিআর-প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি এক টুইট বার্তায় বলেন, আমরা আশা করি, এমন পরিস্থিতি দেখতে হবে না। তবে সহিংসতা বন্ধ না হলে নিরাপত্তার কারণে আরও বেশি মানুষের সুদান থেকে পালিয়ে যাওয়া দেখতে হবে।
আন্তর্জাতিক চাপে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে পৌঁছলেও থেমে নেই পাল্টাপাল্টি হামলা। যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পেছনে সেনা ও আরএসএফ একে অন্যকে দুষছে। এ পরিস্থিতিতে শহরে অবস্থানরত নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ। পাকিস্তান সুদান থেকে সর্বশেষ এক হাজারের বেশি নাগরিককে দেশে ফিরিয়ে নিয়েছে। খবর আল-জাজিরার।

বাংলাদেশ সময়: ২১:৩০:২৯ ● ১৩৭ বার পঠিত




আর্কাইভ