সুরমা মার্কেটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রথম পাতা » অপরাধ সংবাদ » সুরমা মার্কেটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
বুধবার ● ১০ মে ২০২৩


সুরমা মার্কেটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারসিলেটের সুরমা মার্কেট এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ মে) বিকাল ৩টার দিকে রংমহল টাওয়ারের সামনের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানা।

বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।

তিনি জানান, উদ্ধারকৃত মৃত ব্যক্তির নাম-ঠিকানা জানা যায়নি। মারা যাওয়া লোকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

এদিকে মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই জানিয়ে তিনি বলেন, মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। একইসাথে মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২১:৪২:৫৯ ● ২২৪ বার পঠিত




আর্কাইভ