ব্রেকিং নিউজ
রাজনগরে “সিসিমপুর মেলার উদ্বোধন মৌলভীবাজারে প্রার্থীতা ফিরে পেলেন তাজ টেংরাবাজার টু শমসেরনগর সড়ক সংস্কারের ভিত্তিপ্রস্তর করলেন এমপি জিল্লুর রহমান রাজনগরে কৃষি উপকরণ বিতরণ করলেন এমপি জিল্লুর রহমান মৌলভীবাজার সদর উপজেলায় ৩ হাজার কৃষকের মধ্যে কৃষি উপকরণ বিতরন মৌলভীবাজারে আট হাজার নারী পুরুষ পেলেন এমপি জিল্লুর রহমানের ঈদ উপহার বেশি করে খাদ্য উৎপাদন করতে পারলে কারো কাছে মাথা নত করতে হবে না- কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রী, মন্ত্রী-এমপিরা যেসব সুবিধা থাকেন বা পান আমাকে তিরস্কারকারীদের ভালবাসা দিয়ে স্মার্ট মৌলভীবাজার বিনির্মাণ করবো-নৌকা মার্কার প্রার্থী জিল্লুর রহমান রাজনগর কলেজ পয়েন্টে নৌকা প্রতিকের প্রার্থীর পক্ষে বিশাল জনসভা

বড়লেখায় শিক্ষককে শোকজ: ইউএনওর সাথেও অসদাচরণ

প্রথম পাতা » প্রধান সংবাদ » বড়লেখায় শিক্ষককে শোকজ: ইউএনওর সাথেও অসদাচরণ
মঙ্গলবার ● ৯ মে ২০২৩


বড়লেখায় শিক্ষককে শোকজ: ইউএনওর সাথেও অসদাচরণএসএসসির পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব ছাড়াই প্রবেশ করেন গণিত বিষয়ের এক শিক্ষক। এরপর তিনি হলে ঘুরে ঘুরে পরীক্ষার্থীদের উত্তরপত্র লেখায় সহায়তা করেন। হঠাৎ কেন্দ্রে উপস্থিত ইউএনও এই অনৈতিক কর্মকাণ্ডের কারণ জানতে চান তার কাছে। এতে তিনি ইউএনওর সঙ্গে অসদাচরণ করেন। এ কারণে ওই শিক্ষককে শোকজ করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের বড়লেখা পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে। অভিযুক্ত শিক্ষকের নাম নাজমুল ইসলাম। তিনি বড়লেখা পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক।

জানা গেছে, মঙ্গলবার সকালে পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসির গণিত পরীক্ষা চলাকালে পরীক্ষা সংক্রান্ত কোনো দায়িত্ব না থাকা সত্ত্বেও ওই স্কুলের গণিত শিক্ষক নাজমুল ইসলাম বিনা অনুমতিতে প্রবেশ করেন। কেন্দ্রের বিভিন্ন হল ঘুরে ঘুরে তিনি পরীক্ষার্থীদের উত্তরপত্র লেখায় সহায়তা করতে থাকেন।

কেন্দ্র সচিব ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বারবার অনুরোধ করেও তাকে নিবৃত্ত করতে পারেননি। ইউএনও সুনজিত কুমার চন্দ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম ওই কেন্দ্রে নিয়মিত ভিজিটে গিয়ে তাকে এই অনৈতিক কর্মকাণ্ড চালাতে দেখেন। এ সময় তিনি কেন্দ্র থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে ডাক দিয়ে আটকে কারণ জানতে চাইলে তিনি ইউএনওর সঙ্গে অসদাচরণ করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার গণিত পরীক্ষায় গণিত শিক্ষক নাজমুল ইসলামের ডিউটি না থাকা সত্ত্বেও তিনি পিসি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করেন। কেন্দ্রের হল ঘুরে ঘুরে পরীক্ষার্থীদের সহায়তা করেন। বারবার বলা সত্ত্বেও তাকে নিবৃত্ত করা যায়নি। ইউএনও স্যার ও তিনি কেন্দ্র পরিদর্শনে গিয়ে তাকে পান। তাদের দেখে তিনি দৌড়ে উল্টো পথে চলে যাওয়ার চেষ্টা করেন।

‘ইউএনও স্যার ডেকে আটকে তার এই অনৈতিক কর্মকাণ্ডের কারণ জানতে চান। এ সময় তিনি ইউএনও স্যারের সঙ্গে অসদাচরণ করেন। পরীক্ষা কেন্দ্রে নিয়মবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে শোকজ করা হয়েছে।’

বাংলাদেশ সময়: ২৩:০৩:২৩ ● ১৬৬ বার পঠিত




আর্কাইভ