ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে ৩৬ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই পন্য জব্দ, কাভার্ড ভ্যানসহ আটক ৩ মৌলভীবাজার বিপুল দেশি-বিদেশি জাল নোটসহ আটক ১ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুই হামলাকারী গ্রেফতার মৌলভীবাজারে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে কদরের মেয়ে কলেজছাত্রী মৌলভীবাজারে ৫ ডাকাতসহ ৭ জন গ্রেফতার: অস্ত্র, গুলি, লুণ্ঠিত টাকা ও স্বর্ণালংকার উদ্ধার কমলগঞ্জে ধরা পড়েছে সোনালি রঙের কৈ মাছ বড়লেখায় ৫০ বোতল বিদেশি মদসহ আটক ১ কমলগঞ্জে ইয়াবাসহ্নেএকজন আটক মৌলভীবাজারে জেলা স্বেচ্ছাসেবক লীগের ইসলাম চৌধুরী তুষার গ্রেফতার করেছে পুলিশ ফ্যাসিবাদী গোষ্ঠীর অপপ্রচার নিয়ে মৌলভীবাজার জেলা পুলিশের বিবৃতি

সুদান থেকে ফিরেছেন ১৩৫ বাংলাদেশি

প্রথম পাতা » আন্তর্জাতিক » সুদান থেকে ফিরেছেন ১৩৫ বাংলাদেশি
সোমবার ● ৮ মে ২০২৩


সুদান থেকে ফিরেছেন ১৩৫ বাংলাদেশিযুদ্ধকবলিত সুদান থেকে ঢাকায় ফিরে এসেছেন ১৩৫ বাংলাদেশি। তাদেরকে সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে ঢাকায় ফিরিয়ে আনা হয়।

সোমবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে তাদের বহন করা উড়োজাহাজটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে, সৌদি এয়ারফোর্সের তিনটি বিশেষ ফ্লাইটে রোববার ১৩৫ বাংলাদেশি সৌদি আরবের জেদ্দায় পৌঁছায়।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সুদান থেকে দুটি ফ্লাইটে ৭০ জন বাংলাদেশি রোববার দুপুরে জেদ্দায় পৌঁছেন। বিকেলে আরও একটি ফ্লাইট ৬৫ জন বাংলাদেশি নিয়ে সুদান থেকে জেদ্দায় পৌঁছে। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী জেদ্দা বিমানবন্দরে তাদের স্বাগত জানান। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ দূতাবাস জানায়, সুদান থেকে প্রথম দফায় নারী, শিশু ও অসুস্থ যাত্রীদের অগ্রাধিকার দিয়ে নিয়ে আসা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল থেকে সুদানে বড় ধরনের সংঘাত চলছে। খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসা ও অফিস আক্রান্ত হয়েছে। এ ছাড়া বাংলাদেশিরাও লুটপাটের শিকার হয়েছেন।

সংঘাত শুরুর সময় সুদানে প্রায় দেড় হাজার বাংলাদেশি ছিলেন বলে ধারণা করা হয়। তাদের মধ্যে প্রায় ৭০০ জন দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। সুদান পরিস্থিতি অনিরাপদ হওয়ায় বাকিদেরও ফিরে আসতে বাংলাদেশ সরকার অনুরোধ জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৪৮:৩০ ● ২৮৭ বার পঠিত




আর্কাইভ